হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাক চাপায় শ্রী দিপু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার নজিপুর বাজারের কালাবর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত দিপু ওই উপজেলার পাটিআমলা গ্রামের শ্রী নিতাই চন্দ্রের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নজিপুরে বাজার শেষে পায়ে হেঁটে নিজ গ্রামে ফিরছিলেন দিপু। এসময় রাস্তায় নজিপুর থেকে ধামইরহাটগামী একটি ট্রাক কালাবর ব্রীজ এলাকায় তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে দিপু মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দিপুর।