জামালপুরে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

ইয়ামিন মিয়া,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদরের পৌর এলাকার বগাবাইদে করোনার লক্ষণ নিয়ে মারা গেছে শাম্মী আক্তার নামে ২৪ বছর বয়সী এক নারী। সোমবার (২০ এপ্রিল) রাত ৭ টার দিকে ঢাকাফেরত ওই নারীটি সর্দিজ্বর নিয়ে নিজ বাড়িতে মারা যান।

করোনার লক্ষণ নিয়ে মৃত্যুর খবরে ওই নারীর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। ওই নারীর মৃত্যু নিয়ে বগাবাইদ এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া নারীটির পিতা শামীম মিয়া দাবি করেছেন, রক্তশূন্যতার কারণে মারা গেছে শাম্মী। গর্ভস্রাব হবার পর তিনি রক্তশূন্যতায় ভুগছিলেন। তবে ঢাকা থেকে শাম্মীর বাড়ি ফেরার কথাটি তারা সুকৌশলে এড়িয়ে যান।

এলাকাবাসী জানিয়েছেন, শাম্মীর দু বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামী জিয়া উদ্দিন মামুন তাকে ছেড়ে প্রায় বছরখানেক আগে ঢাকা চলে যান। সেও কয়েকমাস আগে ঢাকা গিয়ে এক গার্মেন্টসে চাকরি নেন। ৬ দিন আগে তিনি ঢাকা থেকে সর্দিজ্বর নিয়ে বগাবাইদে বাবার বাড়িতে ফেরেন।

সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান  জানান, স্বাস্থ্য বিভাগকে ওই নারীর মৃত্যুর খবর দিয়েছে স্থানীয়রা। রাত ৯ টার দিকে মৃতের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।