নমুনা পরীক্ষায় কল ৪২ লাখ, পরীক্ষা ৩০ হাজার

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ আজ মঙ্গলবার পর্যন্ত দেশে ৩ হাজার ৩৮২ জন মরণঘাতী এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ১১০ জনের মৃত্যু হয়েছে।

ভয়াবহ এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার পাশাপাশি বেশি বেশি নমুনা পরীক্ষা করে আক্রান্তদের আলাদা করার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশেষজ্ঞরা। কিন্তু বাংলাদেশে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে সেভাবে বাড়ছে নমুনা পরীক্ষার সংখ্যা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ও এ সংক্রান্ত অন্যান্য হটলাইন এবং ইন্টারনেটের মাধ্যমে নমুনা পরীক্ষার জন্য মোট ৪২ লাখ বার যোগাযোগ করা হয়েছে। কিন্তু টেস্ট করা হয়েছে মাত্র ২৯ হাজার ৫৭৮ জনের নমুনা।

এর মধ্যে হটলাইন নম্বরগুলোতে কল এসেছে ২৯ লাখ ১৩ হাজারের বেশি। আর মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে ১৩ লাখ ১১ হাজারের বেশি মানুষের পক্ষ থেকে।

প্রসঙ্গত, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিয়মিত সংবাদ সম্মেলনে নমুনা পরীক্ষার ওপর জোর দেওয়ার কথা বলছেন। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের ব্রিফিংয়ে নমুনা পরীক্ষার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। কিন্তু সর্বশেষ গত ২৪ ঘণ্টা পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা তিন হাজার পেরুতে পারেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মঙ্গলবারের অনলাইন বুলেটিনে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৯৭৪টি। তার আগের ২৪ ঘণ্টায় করা হয়েছিল ২ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা।