ভিক্ষার জমানো টাকা দান করে বাড়ি পেলেন নাজিমুদ্দিন

ইউনওর হাতে নিজের জমানো টাকা তুলে দিচ্ছেন ভিক্ষুক নিজামুদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ মহামারি করোনাভাইরাসের কারণে দেশে চলছে সাধারণ ছুটি। যাবতীয় যানবাহন ও কল-কারখানা বন্ধ। কর্মহীন হয়ে পড়েছে মানুষ। এ অবস্থায় দিন এনে দিন খাওয়া মানুষ খুব বেশি সমস্যায় পড়েছেন। তাদের সহায়তায় সরকারের পাশাপাশি এগিয়ে এসেছেন সাধারণ মানুষও।

কিন্তু এই দুযোর্গে যার সাহায্য নেওয়ার কথা, তিনিই এগিয়ে এসেছেন মানুষের পাশে। তিনি হলেন- ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের ইয়ার আলীর ছেলে নাজিমুদ্দিন (৮০)। এবার প্রধানমন্ত্রীর নির্দেশে ওই ভিক্ষুক পাচ্ছেন পাকা বাড়ি ও ভিটেমাটি।

জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও এলাকায় যান। সেখানে নজিমুদ্দিন তার জমানো টাকা মানুষের সহায়তার ইউএনওর হাতে তুলে দেন। নিজের ঘর মেরামত করার জন্য দুই বছর ধরে ওই টাকা জমিয়েছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে ইউএনওকে ফোন করে ওই বৃদ্ধকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

nizamuddin sherpur begger house inner
শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিজামুদ্দিনকে সংবর্ধন দেওয়া হয় (বামে), ভিক্ষুক নিজামুদ্দিনের বাড়ি

ইউএনও রুবেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নজিমউদ্দিনকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাকে খাসজমি বন্দোবস্তসহ বাড়ি করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান ইউএনও রুবেল মাহমুদ।