হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়ালো, আরো ৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪১৪ জনের দেহে করোনার সংক্রমণ (Coronavirus) পাওয়া গেছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন (Death by Corona) আরো ৭ জন। আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের (Health Department) নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (Health Minister Jahid Malik)।
তিনি জানান, নতুন ৪১৪ সহ মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪ হাজার ১শ ৮৬জন। মোট মৃত্যুবরণ করেছেন ১২৭ জন।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী (Corona Patient) শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (IEDCR)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।
গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে (Wuhan of China) করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
চীনের পর ইরান (Iran), কোরিয়া (Korea) সহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি (Italy), স্পেন (Spain) সহ ইউরোপের দেশগুলোতে (European Countries)। তবে এ মুহূর্তে তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্রে (USA)। দেশটিতে প্রতিদিন গড়ে ২ হাজার করে মানুষের মৃত্যু হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার (Worldometer) বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৩৫৩ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৪৬ হাজার ৪৪৬। অন্যদিকে সুস্থ হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৭২৩ জন