হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
একই সেলুনে চুল-দাড়ি কেটে করোনায় আক্রান্ত ৬
আন্তর্জাতিক ডেস্ক: একটি গ্রামে সেলুনে চুল-দাড়ি কাটতে গিয়ে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৬ ব্যক্তি। এর পরই ওই গ্রামটি পুরোপুরি লকডাউন করে দেয় স্থানীয় পুলিশ প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সম্প্রতি দেশটির মধ্যপ্রদেশের খারগোন জেলার বারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে গ্রামে ফিরে আসেন এক বাসিন্দা। তিনি ইন্দোরে একটি হোটেলে কাজ করতেন। গ্রামে ফেরার পর গত ৫ এপ্রিল তিনি ওই সেলুনে চুল-দাড়ি কাটতে যান। সেখান থেকে ফেরার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপর ওই সেলুনে একই দিন চুল-দাড়ি কাটতে গিয়েছিলেন এমন ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে ছয় জনের করোনাভাইরাস পজিটিভ আসে। তবে আশ্চার্যজনকভাবে নাপিতের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরো বলা হয়, ওই ছয় জনের চুল কাটার জন্য নাপিত একই কাপড় ব্যবহার করেছিলেন।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে এখন পর্যন্ত ৮২৫ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন প্রায় সাড়ে ২৬ হাজার। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৯০০ জনের বেশি মানুষ।