হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
ভাড়া মওকুফের জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন
জনবার্তা ডেস্কঃ বাংলাদেশ ভাড়াটিয়া এসোসিয়েশন করোনা মহামারির এই দূর্যোগের সময়ে দেশের সকল ভাড়াটিয়াদের বাসা ভাড়া মওকুফের নির্দেশ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আকুল আবেদন জানিয়েছেন।
বাংলাদেশ ভাড়াটিয়া এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রেজা শাহ ফারুক, ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব এডভোকেট শেখ ফরিদ, দপ্তর সচিব তুহীন আহমেদ রুবেল ও সমাজ কল্যাণ সচিব মাওলানা বেলায়েত হোসাইন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বরাবর এই আবেদন করেন। বিবৃতিতে তারা বলেন, কোভিড ১৯ তথা করোনা ভাইরাসে সমগ্র ব্যবসা-বাণিজ্য ও পেশাজীবীদের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দেশের ভাড়ায় জীবন-যাপন করা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণী চরম দূর্দশায় নিমজ্জিত হয়েছে। এমতাবস্থায় অন্যের বাড়িতে ভাড়ায় জীবন-যাপন করা মানুষগুলো সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন খাতে প্রনোদনা, সাহায্য সহযোগিতা দিলেও দেশের ভাড়াটিয়া নাগরিকদের অধিকাংশই এসমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়ে যাবেন। ফলে বাড়িওয়ালাদের ভাড়া প্রদানের তাগাদা এই বিপুল সংখ্যক ভাড়াটিয়া শ্রেণীকে চরম বিপাকের মুখোমুখি করবে এতে কোন সন্দেহ নেই।
করোনা ভাইরাস জনিত ক্ষতিগ্রস্ত মানুষের কথা বিবেচনা করে এসোসিয়েশনের নেতৃবৃন্দ ঢাকা সহ সকল মহানগরী ও শহরের ভাড়াটিয়াদের বাসা ভাড়া মওকুফের আদেশ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।