হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
২৪ ঘন্টায় রেকর্ড ৫৪৯ করোনা রোগী শনাক্ত, মোট মৃত্যু ১৫৫
নিজস্ব প্রতিবেদক: দেশে একদিনের ব্যবধানে কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৪৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,৪৬২ জন। এই সময়ের মধ্যে আরো তিন জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫৫ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪৯ জনকে কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৪৬২ জন।
নাসিমা সুলতানা আরো বলেন, দুঃখের সাথে জানাচ্ছি যে, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫৫ জন। আমরা মৃতদের আত্মার মাগফিরাত কামনা করছি।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৮ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৩৯ জন সুস্থ হলেন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।