হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন সাংবাদিক খোকন
নিজস্ব প্রতিবেদক: মরণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন সাংবাদিক হুমায়ুন কবির খোকন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত নয়। অবশ্য পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এ সময় করোনাভাইরাসের উপসর্গের মতো তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয় বলে জানা গেছে।
হুমায়ুন কবির খোকন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক ছিলেন।
গণমাধ্যমটির একাধিক সূত্র জানান, মঙ্গলবার সন্ধ্যায় প্রচণ্ড দাঁত ব্যথার কারণে সাংবাদিক হুমায়ুন কবির খোকনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়।
রিজেন্ট হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে নেওয়ার পর প্রথমে তার জ্বর আসে। এর পর শ্বাসকষ্ট দেখা দেয়। এক পর্যায়ে হার্ট অ্যাটাক করেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না- তা জানতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।