হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
আক্রান্ত হতে পারে ১০০ কোটি মানুষ!
আন্তর্জাতিক ডেস্ক: নভেল করোনাভাইরাস বিশ্বব্যাপী ১০০ কোটি মানুষকে সংক্রমিত করতে পারে। এখনই যদি অনুন্নত কিংবা যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর দিকে সাহায্যের হাত বাড়ানো না হয় তবে এই সংক্রমণ কোনোভাবেই ঠেকানো যাবে না। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে দাতব্য সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। গতকাল প্রকাশিত সংস্থাটির একটি প্রতিবেদনের ভিত্তিতে এই খবর প্রকাশ করেছে বিবিসি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজের তথ্য ও মডেলকে সামনে রেখে এই প্রতিবেদন তৈরি করেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি। তারা তাদের প্রতিবেদনে সিরিয়া ও আফগানিস্তনের কথা উল্লেখ করে বলেছে, এমন দেশগুলো না পারছে করোনা মোকাবেলা করতে না পারছে নাগরিকদের মুখে খাবার তুলে দিতে। পরিস্থিতি যদি এমনই থাকে তবে ১০০ কোটি আক্রান্তের পাশাপাশি মারা যাবে অন্তত ৩০ লাখ মানুষ।
আইআরসির প্রধান ডেভিড মিলিব্যান্ড বলেন, উন্নত দেশগুলোতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে করোনাভাইরাস। একই শক্তি নিয়ে এই ভাইরাস যদি অস্থিতিশীল কিংবা অনুন্নত দেশগুলোতে ছড়িয়ে পড়ে তবে পরিস্থিতি হবে ভয়ংকরতম। এসব দেশে স্বাস্থ্যসেবার সক্ষমতা উন্নত দেশের চেয়ে অনেক কম। উপরন্তু বাড়িঘরের ঘনত্ব অনেক বেশি এবং মানুষও সচেতন নয়। করোনাভাইরাসে আক্রান্ত হলে অধিকাংশেরই হাসপাতালে নেওয়ার সামর্থ্য নেই। অথচ উন্নত দেশগুলো নিজেদের দেশে করোনা মোকবেলায় নানা পদক্ষেপ নিলেও এসব দেশের বিষয়ে কেউ ভাবছে না।
আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য মতে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৩৮ হাজার ৫২৩ জন। মৃত্যুবরণ করেছেন ২ লাখ ১৭ হাজার ৯৯১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৫৫ হাজার ৯২৪ জন। সংকটাপন্ন আছেন প্রায় ৫৭ হাজার মানুষ।