আশ্রায়ণ প্রকল্পের কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

মল্লিক মো. জামাল, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে আশ্রায়ণ প্রকল্পের কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে খোট্টারচর এলাকায় কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী দেওয়া হয়।

উপজেলার  নিশানবাড়িয়া ইউনিয়নে খোট্টারচর এলাকায় একটি আশ্রায়ণ প্রকল্পের ৫০ টি পরিবার করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে। এই পরিবারগুলোকে করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি বরাদ্দকৃত চাল,ডাল ও আলু বিতরণ করা হয়।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার(ভূমি) সেলিম মিঞা প্রমূখ।