সাধারণ ছুটি বাড়ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জনগনের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। তাই করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি আরেক দফা বাড়িয়ে ১৫ মে পর্যন্ত নেওয়ার ব্যাপারে বিবেচনা করা হয়েছে। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ রংপুরের ৮ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের সুরক্ষার কথা যেমন ভাবছি তেমনি দেশের অর্থনীতির কথাও ভাবতে হচ্ছে। রোজার কারণে ইফতার সাহরির সুবিধার্থে কিছু কারখানা খুলে দেওয়া হয়েছে। কিছু গার্মেন্টসও খুলে দিয়েছি আমরা। আসলে অর্থনীতির চাকা সচল রাখতে আমাদেরকে কৌশলী হতে হচ্ছে। ঈদের আগে আরো কিছু কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছি আমরা।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, জাতির জনকের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম তখন করোনা আসল একটা বাধা হয়ে। তারপরও এই ভাইরাস মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। ভয় পাওয়ার কিছু নেই। আপনারা সতর্ক থাকুন, ঘরে থাকুন, আল্লাহর ওপর ভরসা রাখুন।