প্রকৃত কৃষকের কাছ থেকেই ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান-চাল কেনা হবে বলে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি বোরো মৌসুমে সরকারিভাবে বোরো ধান ২৬ টাকা কেজি দরে ২ হাজার ২০৩ মেট্রিক টন, সিদ্ধ চাল ৩৬ টাকা কেজি দরে ১৬ হাজার ৭৯৮ মেট্রিক টন, আতব চাল ৩৫ টাকা কেজি দরে ২ হাজার ১১ মেট্রিক টন এবং ২৮ টাকা কেজি দরে ১৫৫ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।

নওগাঁ সদর এলএসডি খাদ্যগুদাম চত্বরে বৃহস্পতিবার দুপরে বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা জানান।

এসময় তিনি জানান, ধান-চাল কেনার সময় রাজনৈতিক বা মধ্যস্বত্বভোগীদের প্রভাব কঠোরভাবে দমন করা হবে। তাই লটারিতে যেসব কৃষকের নাম উঠবে তাঁদের কাছ থেকেই সরকার আগে ধান-চাল কিনবে।

লটারিতে নাম ওঠা কৃষকেরা মধ্যস্বত্বভোগীদের কাছে নিজ কার্ডটি বিক্রি করতে পারবেন না বলে হুঁসিয়ারী দিয়ে তিনি বলেন, কোন কৃষকের বিরুদ্ধে কার্ড বিক্রি করার প্রমাণ মিললে ওই কষকের কার্ড বাতিল হয়ে যাবে। সেই সাথে ওই কৃষক চিরদিনের জন্য সরকারি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন।

এসময় জেলা খাদ্য কর্মকর্তা জি এম ফারুক হোসেন পাটোয়ারী বলেন, নওগাঁ থেকে সিদ্ধ চাল ৪৯ হাজার ২৬০ মেট্রিক টন, আতব চাল ৬ হাজার ৫১ মেট্রিক টন, ধান ২৩ হাজার ২৩২ মেট্রিক টন এবং গম ৪ হাজার ৬৫১ মেট্রিক টন খাদ্য সংগ্রহ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ওয়াশিমুল বারী, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান এবং সদর ওসি এলএসডি আতিকুল ইসলাম প্রমূখ।