স্বাস্থ্য মন্ত্রণালয়ের হুঁশিয়ারি: রোগী ফিরিয়ে দিলে লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক: দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে সাধারণ রোগে আক্রান্ত রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। চিকিৎসা না পেয়ে অনেক রোগীর মৃত্যুর খবরও পাওয়া গেছে। এমন অবস্থায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক রোগীদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দিলে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, দেশের সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে করোনাভাইরাস আক্রান্ত হতে পারেন এমন সন্দেহভাজন রোগীদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও কোনো হাসপাতাল রোগীদের ফেরত পাঠাতে পারবে না।

আরো বলা হয়, যদি কোনো রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর (রেফার) করতে হয় তাহলে প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস ডেডিকেটেড হাসপাতালের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখান থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী অন্য হাসপাতালে স্থানান্তর করতে হবে।

এছাড়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে যেসব রোগীরা দীর্ঘদিন ধরে ডায়ালায়সিসসহ অন্যান্য চিকিৎসা সেবা গ্রহণ করছেন তাদের চিকিৎসা প্রদান অব্যাহত রাখতে হবে। কোনো হাসপাতাল বা ক্লিনিক এসব নির্দেশনা অমান্য করলে, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী লাইসেন্স বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।