হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
করোনা আশীর্বাদ হিসেবে এসেছে: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় সরকার দুই হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছে। গতকাল মঙ্গলবার থেকে তারা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে আজ বুধবার চিকিৎসকের যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী নবনিযুক্ত চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের দায়িত্ব হলো রোগীদের একটু সহানুভূতির সঙ্গে দেখা।।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘কোভিড-১৯ আপনাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে। কারণ করোনাভাইরাস না আসলে আপনাদের হয়তো নিয়োগ দেওয়া সম্ভব হতো না। সুতরাং এই ভাইরাস আপনাদের জন্য একটি আশীর্বাদ হিসেবেই এসেছে, এ কারণেই আপনারা নিয়োগ পেয়েছেন।’
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা ক্ষেত্রে হানা দিয়েছে এই ভাইরাস। আপনারা ইউরোপ-আমেরিকার দিকে তাকান, দেখেন সেখানকার কী অবস্থা। সেই তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো আছে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, নতুন চিকিৎসক নিয়োগের ফলে করোনা চিকিৎসায় আমাদের অবস্থান শক্তিশারী হলো। রোগীদের হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া যাবে না। সবারই চিকিৎসা নিশ্চিত করতে হবে। এ জন্যই নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে।
অফিস ও দোকানপাট খুলে দেয়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন করে আরো ১৫টি ল্যাব স্থাপন করা হবে এবং পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে।
প্রসঙ্গত, গত ৪ মে সরকার এক প্রজ্ঞাপন জারি করে ৩৯তম বিএসএস (বিশেষ) থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা জানায়। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়োগপ্রাপ্তরা গতকাল মঙ্গলবার নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। এ ছাড়া সংকট মোকাবেলায় ৫ হাজার ৫৪ জন সিনিয়র নার্সও নিয়োগ করেছে সরকার।