পুলিশে আক্রান্ত ছাড়ালো সাড়ে ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক: মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন প্রতিদিন বাড়ছে। অন্যান্য সেক্টরের পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যেও ব্যাপকহারে সংক্রমণ দেখা যাচ্ছে। পুলিশ সদরদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, ভাইরাসটিতে এ পর্যন্ত ৩ হাজার ৫৭৪ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২ জন সদস্যের প্রাণহানি ঘটেছে।

এদিকে, শনিবার সকালে আক্রান্ত এক পুলিশ সদস্যের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪৫ বছর বয়সী নেকাব্বর হোসেন (৪৫) নামের ওই সদস্যের মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের হালিশহর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা গণমাধ্যমকে জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন, পুলিশ সুপার পদমর্যাদার ৮ জন, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন রয়েছেন। এ ছাড়া সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, ইন্সপেক্টর পদমর্যাদার ৯৭ জন, উপপরিদর্শক পদমর্যাদার ৩৮৬ জন এবং সহকারী উপপরিদর্শক পদমর্যাদার ৪৮১ জন কর্মকর্তা রয়েছেন। আর মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭৪ জন।

তবে এ পর্যন্ত চিকিৎসা নিয়ে ৭২২ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

এদিকে, শনিবার পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট ৪৫২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।