হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
অনির্দিষ্টকালের জন্য লকডাউন শরীয়তপুর
শরীয়তপুর প্রতিনিধিঃঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার শরীয়তপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ বুধবার গণবিজ্ঞপ্তি জারি করে এ ঘোষণা দেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
এই সময়ের মধ্যে সর্বসাধারণের চলাচল ও প্রস্থান নিষিদ্ধ থাকবে। কেউ অন্য কোনো জেলা হতে শরীয়তপুরে প্রবেশ কিংবা এখান থেকে অন্য কোথাও যেতে পারবেন না। যে যেখানে আছেন তাকে সেখানেই অবস্থান করতে হবে। জেলার অভ্যন্তরে যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা থাকবে।
সকল ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা যেমন, ওষুধ, চিকিৎসা, খাদ্যসামগ্রী সরবরাহ, বিতরণ ইত্যাদি লকডাউনের আওতাভুক্ত নয়।
যদি কেউ এ আদেশ অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি উচ্চারণ করেন জেলা প্রশাসক।
জানা গেছে, দুই দিন আগেও জেলায় কোনো করোনাভাইরাসের রোগী ছিল না। সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে অনেকেই এলাকায় ফেরেন। এরপর নমুনা পরীক্ষা করা শুরু হলে ৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। আক্রান্ত সবাই একই পরিবারের সদস্য এবং তিনজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন।
তাই স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী আজ জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সবার সর্বসম্মতিক্রমে জেলাটিকে লকডাউন করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।