অ্যামাজনের আদিবাসী তরুণীর শরীরে করোনা, বড় বিপদের আশঙ্কা

জনবার্তা অনলাইনঃ করোনাভাইরাসে ছড়িয়ে পড়েছে বিশ্বের দু’শ তিনটি দেশ ও দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে। এবার এই মারণ রোগের থাবা গিয়ে পড়েছে অ্যামাজনের জঙ্গলে। সম্প্রতি অ্যামাজনের এক আদিবাসী তরুণীর শরীরে মিলল করোনাভাইরাস। এই প্রথম ব্রাজিলে কোনো আদিবাসী এই রোগে আক্রান্ত হওয়ার খবর সামনে এলো। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অ্যামাজনের গভীরে বসবাসকারী কোকামা উপজাতির ২০ বছরের এক তরুণীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ব্রাজিল-কলম্বিয়া সীমান্তের খুব কাছে স্যান্টো আন্তোনিও দো ইকা জেলায় ওই আদিবাসী গ্রামটি অবস্থিত। ওই গোষ্ঠীতে প্রায় ৩০ হাজার মানুষ বাস করে।  

ওই জেলাতেই এরই মধ্যেই চারজনের দেহে করোনার উপস্থিতির প্রমাণ মিলেছে। তবে তারা কেউই কোনো উপজাতির সদস্য নন। সেখানে আক্রান্তদের মধ্যে একজন ডাক্তারও রয়েছেন বলে জানা গেছে। এখন ওই ডাক্তারের শরীর থেকে যদি ওই আদিবাসীদেরও দেহে ভাইরাসটি সংক্রমিত হয়, সেক্ষেত্রে বেশ বড় বিপদের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই আদিবাসী নারী স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন। করোনায় আক্রান্ত ডাক্তারের থেকেই তার দেহে করোনাভাইরাস ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ওই ডাক্তারের সংস্পর্শে আসা ১৫ জন স্বাস্থ্যকর্মী এবং ১২ জন রোগীর কারো দেহেই করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলেনি। পাওয়া গেছে শুধু ওই নারীর শরীরে। এছাড়া ওই ডাক্তার নাকি সম্প্রতি দক্ষিণ ব্রাজিল থেকে ফিরেছিলেন। সেখানে দেশের অন্যতম বড় আদিবাসী গোষ্ঠী তিকুনার সঙ্গে কাজ করেছিলেন তিনি। সেই ক্ষেত্রে এই সংক্রমণ আরো ছড়াতে পারে। তিনুকা উপজাতির সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ আছে কি-না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

সূত্র : গার্ডিয়ান।