হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
কক্সবাজারে সাড়ে চার কোটি টাকার ইয়াবাসহ ৩ চোরাকারবারি আটক
নিজস্ব প্রতিনিধী – কক্সবাজার |
কক্সবাজার জেলার সীমান্তবর্তী উপজেলা উখিয়ায় অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় চার কোটি ৫০ লাখ টাকা।
আজ সোমবার সকাল ছয়টার দিকে রাজাপালং ইউনিয়নের আওতাধীন মিয়ানমার সীমান্তবর্তী তুলাতলি গ্রামে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
কক্সবাজারস্থ বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ তিনজন পাচারকারীকে আটক করে। আটককৃত ইয়াবার মূল্য প্রায় চার কোটি ৫০ লাখ টাকা। আটক পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।’
উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার বলেন, ‘আসামিদের আদালতের আদেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় আটককৃতরা হলেন- শেখ আনোয়ার (২০), মোহাম্মদ জোবায়ের (২০) ও বাপ্পি (১৯)।