করোনা মোকাবেলায় বাংলাদেশকে ২২ মিলিয়ন ডলার দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবাট আর্ল মিলার

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের মোকাবেলায় বাংলাদেশকে ২২ মিলিয়ন ডলারের বেশি অনুদান প্রদান করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এবং সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। কোভিড-১৯ রোগের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টাগুলোতে সম্পূরক সহায়তা হিসেবে এ অনুদান দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র এর মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই তহবিল মূলত বিগত ২০ বছরে বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের অধিক স্বাস্থ্য সহায়তা দেয়ার অংশ। করোনা মোকাবেলায় দেশের বেশ কয়েকটি খাতে এই অর্থ ব্যয় করা হবে।

খাতগুলো হলো- রোগ নির্ণয় ও পরীক্ষাগারের সক্ষমতা জোরদার করা, আক্রান্ত রোগীর ব্যবস্থাপনা এবং সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ চর্চা উন্নতকরণ, সরবরাহ ব্যবস্থা ও দ্রব্যসামগ্রী ব্যবস্থাপনা পদ্ধতি উন্নত করা, জ্ঞান বাড়ানো এবং গুজব ও ভুল ধারণা দূর করতে ঝুঁকি বিষয়ক তথ্য যোগাযোগ বার্তা প্রচার জোরদার করা।

এদিকে, ইউএসএআইডি, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃক যৌথভাবে বাংলাদেশি চিকিৎসকদের জন্য কোভিড-১৯ বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স প্রণয়ন করেছে। দেশের যেকোনো জায়গা থেকে চিকিৎসকগণ বিনামূল্যে এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এর মাধ্যমে কোভিড-১৯ বিষয়ক প্রয়োজনীয় তথ্য পাবেন চিকিৎসকরা।

এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবাট আর্ল মিলার বলেন, করোনায় আক্রান্তদের শনাক্তকরণ, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ জোরদার করতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সঙ্গে কাজ করছে ইউএসএআইডি। পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের বিভিন্ন বিষয়ে ১ হাজার ৯০০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার।