হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
করোনায় সাফল্য: ফোর্বস ম্যাগাজিনের তালিকায় প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সফলতার কারণে এবার প্রখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বসের তালিকায় স্থান পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। এই তালিকায় আছেন বিশ্বের আট জন নারী, যারা নিজ নিজ দেশে মহামারি করোনাভাইরাস মোকাবেলায় বিশেষভাবে সফল হয়েছেন।
তালিকায় আরো যেসব নারী রয়েছেন তারা হলেন- বলিভিয়ার জেনাইন অ্যানেজ, ইথিওপিয়ার সাহলে-ওর্ক জেওডে, জর্জিয়ার সালোমেজ জওরাবিচভিলি, হংকংয়ের ক্যারি লাম, নামিবিয়ার সারা কুগংগেলোয়া, নেপালের বিদ্যা দেবী বান্দ্রে এবং সিঙ্গাপুরের হালিমাহ ইয়াকব।
চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার অল্প দিনের মধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ এর সংক্রমণ ঠেকাতে নানা ব্যবস্থা নেওয়া হয়। ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেশটিতে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে নিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এর পরই বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়। এর পর আস্তে আস্তে স্থল ও নৌ-বন্দরে কড়াকড়ি আরোপ করা হয়।

এর পর বাংলাদেশে সংক্রমণ ধরা পড়ার দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সেইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধের পাশাপাশি যাবতীয় গণজমায়েত নিষিদ্ধ করা হয়। এ ছাড়া কিট ও অন্যান্য চিকিৎসা সামগ্রী আনার পাশপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।
প্রসঙ্গত, এর আগেও ফোর্বস ম্যাগাজিন করোনা মোকাবেলায় নেতৃত্বদানকারী নারীদের তালিকা প্রকাশ করে। প্রথম তালিকায় জার্মান, তাইওয়ান, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড ও ডেনমার্কের নেতাদের নেতৃত্বের কথা বলা হয়।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। আজ রোববার পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৪১৬ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১৪৫ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১২২ জন।