হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
করোনায় আক্রান্ত ছিলেন সাংবাদিক খোকন: আইইডিসিআর
নিজস্ব প্রতিবেদক: গতকাল রাতে মারা গিয়েছিলেন সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবির খোকন। করোনাভাইরাসের উপসর্গ হিসেবে জ্বর ও শ্বাসকষ্ট থাকলেও তিনি আক্রান্ত ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আজ বুধবার সকাল ১১টায় তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর মধ্যে দিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সাংবাদিক মৃত্যুবরণ করলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব বলেন, কিছুক্ষণ আগেই আইইডিসিআর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। খোকন ভাই করোনাভাইরাসেই আক্রান্ত হয়ে মারা গেছেন, এমনটা নিশ্চিত করা হয়েছে তাদের পক্ষ থেকে। করোনার প্রাদুর্ভাবের মধ্যেও কাজ করতে গিয়ে এর আগে দেশের বেশ কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। কিন্তু মৃত্যু এই প্রথম। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি।
মৃত্যুর আগে হুমায়ূন কবীর খোকন নগর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক সময়ের আলো পত্রিকায়। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।