হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
নিজস্ব প্রতিবেদক |
করোনায় আক্রান্ত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর মারা গেলেন পপুলার মেডিকেল কলেজ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার (৬০)। বুধবার বিকেল (১০জুন) ৫টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাহেরা আক্তার পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচির বাসিন্দা চিকিৎসক মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী। তিনি বগুড়ার এক সময়ের বিশিষ্ট ঠিকাদার মখলেসুর রহমানের কন্যা।
তার বাড়ি বগুড়া শহরের নামাজগড় এলাকায়।
দীর্ঘদিন ধরে তাহেরা আক্তার তার পরিবারের সঙ্গে রাজধানীর বনানীতে বসবাস করতেন। তাহেরার স্বামী ও পপুলার গ্রুপের এমডি মোস্তাফিজুর রহমানের ভাগিনা মিল্টন রহমান জানান, তাকে ঢাকার বনানী গোরস্থানে দাফন করা হবে।