হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
জানাজায় জনস্রোত: ওসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফতে মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিত হওয়ার বিষয়টি গতকাল দিনভর আলোচনায় ছিল। এত মানুষের উপস্থিতি ঠেকাতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন কোনো পদক্ষেপ নেয়নি, এমন প্রশ্নেও মুখর হয়েছেন দেশের সচেতন মানুষ। সেই প্রেক্ষিতে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি শাহাদাৎ হোসেন টিটুকে।
শনিবার মধ্যরাতে পুলিশ সদরদপ্তর থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রত্যাহারের পর ওসি শাহাদাৎ হোসেনকে চট্টগ্রাম রেঞ্জে যুক্ত করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণে সারা দেশ স্থবির হয়ে আছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রাণপাত চেষ্টা করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মসজিদে সাধারণ মুসল্লিদের নামাজ আদায় পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। সেই অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার এত লোকের সমাগমের বিষয়টি আলোড়ন তুলেছে দেশব্যাপী।
প্রত্যাহার হওয়া সরাইল থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, ‘আমরা আসলে অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। এত মানুষ উপস্থিত হবে তা আমাদের কল্পনাতেও ছিল না। শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, পার্শ্ববর্তী অনেক জেলা থেকেও মানুষ যোগ দিয়েছেন ওই জানাজায়। শেষ মুহূর্তে এসে চেষ্টা করেও মানুষকে ঠেকিয়ে রাখা সম্ভব হয়নি।’