জামালপুরে করোনায় নতুন ৪ জনসহ মোট আক্রান্ত ১৫

ইয়ামিন মিয়া,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে প্রাণঘাতি করোনা ভাইরাসে একজন হাসপাতালের আয়াসহ ৪ জন নতুন করে আক্রান্ত হয়েছে। ৪৬ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর পরীক্ষা রির্পোটে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালের (২৮) আয়া ১জন।

ঢাকার নারায়নগঞ্জ থেকে আগত ইসলামপুর উপজেলার দুইজনের মধ্যে ১ জন পলবান্দা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা (২৮) বৎসর বয়সের ১ জন পুরুষ এবং অপরজন মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা (২৮) বৎসর বয়সের ১ জন নারী। সে গত শুক্রবার (১০ এপ্রিল) নিজবাড়িতে আক্রান্ত হয়ে মারা যায়।

এ ছাড়া ঢাকার গাজীপুর থেকে বাড়ি আসা জামালপুর পৌরসভার সিংহজানি স্কুল রোড়ের (৪৫) বয়সের ১জন পুরুষ। মোট ৪ জনের রির্পোটে পজেটিভ করোনার উপস্থিতি পাওয়া গেছে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে জেলায় সর্বমোট ১৫ জন সংক্রামিত হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী নমুনা গ্রহনের আগেই মারা গেছে। এ পর্যন্ত সারা জেলায় মোট ৩৩০ জনের পরীক্ষার রির্পোট পাওয়া গেছে।

পুর্বের ১০জন আক্রান্তদের জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে।দ্রুত সংক্রামিত এই ৩ জনকে দ্রুত আইসোলেশনে আনা হবে। তিনি আরও জানান, আক্রান্তদের নিজ বাড়িসহ প্রতিবেশী এলাকায় লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনকে অবগত করানো হয়েছে।