দেশের সব কারাগারে সতর্কতা জারি

লালমনিরহাট কারাগারে অতিরিক্ত ফোর্স মোতায়েন

নিজস্ব প্রতিবেদক:

দেশের সব কারাগারে সতর্কতা জারি করেছে কারা অধিদপ্তর। সেইসঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি লালমনিরহাট কারাগারে থাকা কথিত জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার কথা বলে চিঠি ও ফোনে হুমকি দেওয়ার পরই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, উল্লিখিত নির্দেশনা দিয়ে ইতোমধ্যে সারা দেশের কারাগারগুলোতে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে এ ব্যাপারে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, লালমনিরহাট জেলা প্রশাসক এবং জেল সুপারের কাছে সম্প্রতি চিঠি দিয়ে ও ফোন করে ‘জঙ্গি’ ছিনিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে দেশের কারাগারগুলোতে।

rajshahi jail caution
রাজশাহী কারাগার

তিনি আরো বলেন, সতর্কতার অংশ হিসেবেই কারা কর্মকর্তা ও কারারক্ষীদের সমন্বয় করে স্ট্রাইকিং ফোর্স গঠনের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। যাতে কোনো ধরনের হামলা হলে তা দ্রুত প্রতিহত করা যায়। পাশাপাশি চিঠিতে এ ব্যাপারে মহড়া করার কথাও বলা হয়েছে।

লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর এ বিষয়ে বলেন, সপ্তাহ খানেক আগে তার কাছে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, কারাগারে থাকা সাথীদের নাকি তারা ছিনিয়ে নেবে। কিছুতেই তাদের ঠেকানো যাবে না বলেও উল্লেখ করা হয়।

তিনি আরো জানান, ওই চিঠির পর গত শনিবার একটি অচেনা নম্বর থেকে ফোন দিয়ে ওই একই হুমকি দেওয়া হয়।

তবে কারা এই হুমকি দিয়েছে, বা কাদের তারা ছিনিয়ে নিতে চায়- এ ব্যাপারে কিছু বলেননি লালমনিরহাটের ডিসি। হুমকি দেওয়ার ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।