হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ৬ উপজেলায় নতুন করে আরও ১৫ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ১৭ জনের শরীরে করোনার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে- রাণীনগর উপজেলায় এক নার্সসহ তার পরিবারের ৬ জন, সাপাহারে ৩ জন, মহাদেবপুরে ২ জন, পোরশায় ১ জন, মান্দায় ২ জন এবং আত্রাইয়ে ৩ জন আক্রান্ত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ।
এ বিষয়ে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন অফিসার ডা. মনজুর এ মোর্শেদ জানান, বুধবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো রিপোর্টে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে পরীক্ষার জন্য ২২২ জনের নমুনা পাঠানো হয় হাসপাতালে এর মধ্যে ১৫ জনের শরীরে করোনা শনান্ত হয়েছে।