হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
নওগাঁয় আরও ৩২ জনের শরীরে করোনা সনাক্ত
নওগাঁ প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় নওগাঁয় বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসে আরও ৩২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এনিয়ে এই জেলায় মোট ৪৯ জন আক্রান্ত হলেন এই ভাইরাসে। আক্রান্তের উপজেলা ও সংখ্যা- রাণীনগরে ৭ জন, মহাদেবপুরে ৬ জন, নিয়ামতপুরে ৮ জন, সাপাহারে ৭ জন, পত্নীতলায় ২ জন, ধামইরহাটে ১ জন ও বদলগাছীতে ১ জন আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে নওগাঁ ডেপুটি সিভিল সার্জন অফিসার ডা. মনজুর এ মোর্শেদ।
তিনি জানান, পরীক্ষার জন্য ৭৩টি নমুনা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ মঙ্গলবার বিকেলে হাসপাতালটি ই-মেইলের মাধ্যমে ৩২ জনের করোনা পজেটিভ হওয়ার রিপোর্ট পাঠায়।
তিনি আরও জানান, এ পর্যন্ত নওগাঁর ৮৬৪ জনের নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। তার মধ্যে সর্বমোট ৬৭০ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ জেলায় মোট ৪৯ জন করোনা পজেটিভ রোগী রয়েছেন। আর হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪৯১ জন।