নরসিংদীতে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই সাংবাদিক আহত, মোবাইল-ক্যামেরা ছিনতাই

ইয়ামিন মিয়াঃ করোনা পরিস্থিতিতে সারাদেশ যখন থমকে গেছে এরই মধ্যে নরসিংদীর মাধবদী এলাকায় লকডাউন উপেক্ষা করে রমরমা মাদক ব্যবসা ও মাদক সেবন করছে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি।আর এসব কাজে বাধা দেওয়ায় এবং ছবি তোলায় যোগাযোগ২৪ এর সাংবাদিক ইমতিয়াজ শাহজালাল ও ফটোসাংবাদিক সাব্বির কে রাস্তা থেকে তুলে নিয়ে মাধবদী এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে ইট দিয়ে মাথা থেতলিয়ে দেয় ও রড দিয়ে একাধারে পিটিয়ে আহত করে চলে যায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা। এ সময় তাদের সাথে থাকা মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় বখাটেরা।

আহত সাংবাদিক ইমতিয়াজ শাহজালাল বলেন,গত কিছুদিন যাবত বখাটে শাওনের ছোট ভাই সুমন হুমকি দিয়ে যাচ্ছিলো। তারা বলে আমাদের বিষয় নিয়ে নাক গলাতে আসিস্ না।পরবর্তীতে আমি তাদের অনুরোধ করে বলি এসব বন্ধ করতে। বন্ধ না করলে এ বিষয়ে আইনের সহায়তা নেওয়ার কথা বলি এবং নিউজ করতে চাই।

এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে সুমন, মামুন, সায়েম, ফাহিম সহ নাম না জানা আরো ১০ থেকে ১২ জন আমাকে ও সাব্বিরকে জোর করে একটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে আমাকে রড দিয়ে পিটিয়ে ভিডিও ধারন করে এবং সাব্বিরকে ইট দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করানো হয় এবং সাব্বিরের অবস্থা খুবই আশঙ্কা জনক।

সদর হাসপাতালের ডা. নাদিরুল আমিন বলেন রোগীর অবস্থা আশঙ্কাজনক। অবস্থার অবনতি দেখলে আমরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিব।

এ ব্যাপারে জানতে চাইলে মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন আমরা দেখেছি রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাদের ঘটনাস্থল থেকে নরসিংদী সদর হাসপাতালে পাঠাই এবং পরবর্তীতে আহত সাংবাদিক এর অভিযোগ এর প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।