হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
বারডেমের আইসিইউ কার্যক্রম বন্ধ
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর শাহবাগে অবস্থিত বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। গতকাল বুধবার এই ঘোষণা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, নেফ্রোলজি বিভাগের এক রোগীর অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর কিছুদিন আগে তার কভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল, নেগেটিভ আসায় চিকিৎসকরা খুব একটা দুশ্চিন্তা করেননি। কিন্তু আইসিইউতে আনার পর আবার পরীক্ষা করা হলে তার করোনাভাইরাস ধরা পড়ে। ওই রোগীর কাছাকাছি থাকা অন্য কয়েকজনের নমুনা পরীক্ষার পর শনাক্ত হয় আরো ৩ জন।
এ অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আইসিইউজুড়ে। যে চিকিৎসকরা সেবা দিয়ে আসছিলেন তারাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তাই শেষ পর্যন্ত আইসিইউ’র কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যাদের কভিড-১৯ পজিটিভ এসেছে তাদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ৪৫ চিকিৎসক ও নার্স ওই রোগীর সংস্পর্শে এসেছিলেন, তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।