যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়াল ২০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশে নভেল করোনাভাইরাসের তাণ্ডব কিছুটা কমে আসলেও যুক্তরাষ্ট্রের অবস্থা তথৈবচ। দেশটিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা একই গতিতে বাড়ছে। গত ২৪ ঘণ্টায়ও নতুন করে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৩৩ জনের। দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত প্রাণহানি গিয়ে পৌঁছল ২০ হাজার ৫৭৭-এ। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যায় দীর্ঘদিন ধরে প্রথম থাকা ইতালিকে টপকে শীর্ষে উঠে আসল দেশটি। প্রথমবারের মতো পূর্ণ করল ২০ হাজারের কোটাও।

ইতালি-স্পেনে যখন করোনাভাইরাসের তাণ্ডব চলছে তখন আক্রান্ত এবং মৃতের দিক থেকে যুক্তরাষ্ট্র ছিল অনেক পেছনে। তারপর হঠাৎ করেই দেশটিতে দাবানলের মতো ছড়িয়ে পড়ল এই ভাইরাস। ফলাফল, আক্রান্তের দিক থেকে সবাই ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। কিছুদিনের ব্যবধানে এবার মৃতের দিক থেকেও ছাড়িয়ে গেল সবাইকে।

বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে আক্রান্ত এবং মৃতের হার অন্যান্য দেশের তুলনায় শুধু বেশিই নয়, দিগুণেরও বেশি। যেমন, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ১৮৩৩ জনের মৃত্যুর বিপরীতে ইতালিতে প্রাণ হারিয়েছেন ৬১৯ জন, স্পেনে ৫২৫, ফ্রান্সে ৬৩৫, যুক্তরাজ্যে ৯১৭, জার্মানিতে ১৩৫, ইরানে ১২৫, বেলজিয়ামে ৩২৭ জন।

সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা ১৭ লাখ ৮০ হাজার। মোট মৃত্যু ১ লাখ ৮ হাজার ৭৭৯।