সিঙ্গাপুরে আক্রান্ত ২৪৪ বাংলাদেশি আক্রান্ত

জনবার্তা অনলাইনঃ সিঙ্গাপুরে এ পর্যন্ত এক হাজার ৪৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৪৪ জনই বাংলাদেশি। তবে আক্রান্ত বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত দেওয়া হচ্ছে।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষনান আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে ফোনালাপকালে এসব তথ্য জানান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিঙ্গাপুরে ‘সার্কিটব্রেকার কর্মসূচি’র আওতায় দেশটিতে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখা হলেও সেখানে বাংলাদেশি শ্রমিকদের সম্পূর্ণ বেতনসহ আনুষঙ্গিক সুবিধা বহাল রাখা হয়েছে।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের চাকরিদাতারা তাদের বেতনসহ সব সুবিধা বহাল রেখেছেন। পাশাপাশি তারা সকল শ্রমিককে বিনা মূল্যে খাবার ও চিকিৎসা সুবিধা প্রদান করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ৪৮১ জনের মধ্যে ২৪৪ জন বাংলাদেশি । এ ছাড়া বেশ কিছু বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এতে আরো জানানো হয়, সিঙ্গাপুরে প্রথম আক্রান্ত ৫ জনের মধ্যে ৪ জনই এখন সুস্থ। গুরুতর অসুস্থ এক জনের অবস্থারও উন্নতি হয়েছে।