হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুর মিছিল থামানো যাবে না বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে দেশ একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।
আজ সোমবার বেলা আড়াইটায় করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ সতর্কতার কথা জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, গতকালের তুলনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি। বুঝতেই পারছেন, আমরা একটা বিপদের মধ্য দিয়ে যাচ্ছি।
নাসিমা সুলতানা বলেন, এই অবস্থা থেকে বাঁচতে হলে আমাদের ঘরে থাকতে হবে। মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব মেনে চলুন। অর্থাৎ এ বিষয়ে আমাদের যে স্বাস্থ্যবিধি আছে, সেগুলো মেনে চলতে হবে। তাছাড়া সংক্রমণ ও মৃত্যুর মিছিল থামানো যাবে না।
বুলেটিনে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯২ জন নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। ফলে আক্রান্তে সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৯৪৮ জন। অথচ আগের দিন ছিল ৩১২ জন। অন্যদিকে, একদিনের ব্যবধানে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১০১ জন হয়েছে। আগের দিন মারা গিয়েছিল ৭ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ মার্চ।