হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
১০০ টন ত্রাণ নিয়ে মালদ্বীপ গেল বাংলাদেশি জাহাজ
নিজস্ব প্রতিবেদক: দ্বীপরাষ্ট্র মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ১০০ টন খাদ্যসামগ্রী ও ওষুধ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ দেশটির উদ্দেশে রওনা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং কয়েকটি ওষুধ কোম্পানি মিলে এই সহায়তার আয়োজন করেছে বলে বিবৃতিতে জানানো হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৪০ মেট্রিক টন চাল, ১০ মেট্রিক টন আলু, ১০ মেট্রিক টন মিষ্টি আলু, ১০ মেট্রিক টন মশুর ডাল, ৫ মেট্রিক টন ডিম এবং ৫ মেট্রিক টন সবজি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এই সহায়তা কার্যক্রমের ব্যবস্থা করা হয়। সহায়তা পৌঁছানোর বিষয়টি তদারকি করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
প্রসঙ্গত, মালদ্বীপের চার লাখের একটু বেশি জনসংখ্যা মধ্যে প্রায় অধেকই বিদেশি। দেশটিতে ৭০ থেকে ৮০ হাজার বাংলাদেশি আছেন বলে বিভিন্ন হিসাবে বলা হয়। তবে তাদের একটি বড় অংশের বৈধ কাগজপত্র নেই।