সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের তদন্তে র্যাবের বর্থতা, নতুন টাস্কফোর্স গঠনের আদেশ
আইপিএল: সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবে ভারত
খেলাধুলা ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে যথা সময়ে শুরু হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসর। টুর্নামেন্ট শুরুর আগেই দুই সপ্তাহেরও বেশি সময় স্থগিত করা হয়। গেল বুধবার দ্বিতীয় দফায় স্থগিতাদেশ বাড়ানো হয়। এবার অনির্দিষ্টকালের জন্য পেছানো হয়েছে বিশ্বের সবেচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট।
আইপিএল শেষ পর্যন্ত হবে তো? নাকি ভেস্তে যাবে ১৩তম আসর। এনিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার শেষ নেই। টুর্নামেন্টের আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অবশ্য এখনই কোনো সিদ্ধান্তে যাওয়ার পক্ষে নয়। সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবে তারা। পরিস্থিতি অনুকূলে থাকলে বল মাঠে গড়াতে পারে।
তখনও যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তারপর টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নেবে তারা। এ প্রসঙ্গে বৃহস্পতিবার টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেছেন, ‘আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে বাতিল করা হয়নি। বিসিসিআই বছরের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষা করবে; সম্ভবত সেপ্টেম্বর পর্যন্ত।’
গেল ২৯ মার্চ আইপিএল শুরুর কথা ছিল। করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয় ১৫ এপ্রিল পর্যন্ত। এরপরই এসেছে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ। যা শেষ হবে কবে সেটা এখনই বলা কঠিন। তবে আইপিএলের চেয়ে দেশের মানুষের জীবনকেই অগ্রাধিকার দিচ্ছেন ব্রিজেশ, ‘এই মুহূর্তে আমরা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারি না। মানুষের জীবন সবচেয়ে দামি। পুরো বিষয়টি আমরা ভালোভাবেই পর্যবেক্ষণ করছি।’