হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
ফাঁকা গ্যালারিতে হলেও আইপিএল চান কামিন্স!
খেলাধুলা ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে আইপিএলও। তবে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের চাওয়া, অন্তত ফাঁকা গ্যালারিতে হলেও যেন আইপিএল অনুষ্ঠিত হয়।
গেল ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএলের ১৩তম আসর। কিন্তু ভয়ঙ্কর ভাইরাস কোভিড-১৯ এর প্রকোপে স্থগিত করা হয় এবারের আসর। কবে নাগাদ তা মাঠে গড়াবে তারও নেই কোনো নিশ্চয়তা।
যেকোনো খেলার প্রাণ দর্শক। দর্শকশূন্য খাঁ খাঁ গ্যালারি মেনে নেওয়া কষ্টকর যেকোনো খেলোয়াড়ের জন্য। আর আইপিএল মানেই তো গ্যালারিভর্তি দর্শকদের হৈ-হুল্লোড়।
স্বাভাবিকভাবেই এমন আবহে খেলে অভ্যস্ত কামিন্স। আইপিএলের বিপরীত হোক তা চান না তিনি। তবু বাস্তবতা মানছেন তিনি। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ান পেসার বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে দর্শকশূন্য আইপিএল হলে তাই হোক। আমি আশাবাদী মানুষ অন্তত টিভিতে দেখবে।’
বিবিসির এক প্রশ্নে কামিন্স আরো বলেছেন, ‘যেভাবেই হোক খেলা আয়োজন করা হোক। এটি বেশ বড় টুর্নামেন্ট। তাই নিরাপত্তাকেও সবার আগে গুরুত্ব দিতে হবে।’
কামিন্সের এই কথা যেন ভারতের অন্যতম সফল স্পিনার হরভজন সিংয়ের বক্তব্যের প্রতিধ্বনি। তিনি বলেছিলেন, ‘দর্শকরা সব সময় গুরুত্বপূর্ণ। একজন ক্রিকেটার হিসেবে আমি দর্শকশূন্য মাঠে খেলতে পছন্দ করি না। তবে কিইবা করা যাবে? দর্শকশূন্য মাঠে আইপিএল হলেও সবাই যেন টেলিভিশনে তা দেখতে পারেন তার ব্যবস্থা রাখা উচিত।’
উল্লেখ্য, এবারের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হন কামিন্স। ১৫.৫ কোটি রুপি মূল্যে তাকে দলে টানে কলকাতা নাইট রাইডার্স।