হাইকোর্টে চ্যালেঞ্জ: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের শাস্তি কি বাতিল হবে?
সাংবাদিকের বাড়িতে ঢুকে পুলিশের তল্লাশি, পরিবারকে হুমকি
নিজস্ব প্রতিবেদক
পাবনার ঈশ্বরদীতে শাকিলা শারমিন নামে এক নারী সাংবাদিকের খোঁজে তার বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে। এ সময় পুলিশ তার বাবা ও বোনকে হুমকি দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ আগস্ট ২০২৪) রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দীঘা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই নারী সাংবাদিক শাকিলা শারমিন সর্বশেষ জনপ্রিয় অনলাইন ঢাকাপোস্ট.কমে চাকরি করেছেন। বর্তমানে তিনি সপরিবারে লন্ডনে বসবাস করছেন।
শাকিলা শারমিনের বাবা মোঃ রজব আলী প্রামানিক বলেন, মঙ্গলবার আনুমানিক রাত ৮টার দিকে পুলিশের পোশাক পড়ে একজন এবং চারজন সিভিল ড্রেসে আমাদের বাড়িতে আসেন। তাদের দেখে আমরা অনেকটাই অবাক হই। তারা কেন আমাদের বাড়িতে এসেছে জানতে চাইলে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেন। তাদের কাছ থেকে জানতে পারি, আমার মেজো মেয়ের নামে নাকি মামলা হয়েছে। তাকে এরেস্ট করতেই তারা আমার বাড়িতে এসেছেন। এ সময় তারা আমাদের কোন কথা বলার সুযোগ না দিয়ে বাড়ি-ঘর তল্লাশি করতে থাকে। আমি তাদের বলি আমার মেয়ে এইখানে থাকে না। সে সপরিবারে লন্ডনে থাকে। কিন্তু পুলিশ আমাকে ধমক দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তারা বলে, আপনার মেয়ে দেশে আসলেই তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে। তারা আমাকে আরও বলে, আপনার মেয়ে যদি লেখালেখি বন্ধ না করে লন্ডন থেকে বাংলাদেশের উপর খবরদারি চালায়, তাহলে আপনার মেয়ের সাথে সাথে আপনাদেরও সমস্যা হবে।
তল্লাশি করার বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক শাকিলা শারমিন বাড়িতে আছেন কিনা তা নিশ্চিত হতেই সব ঘর তল্লাশি করা হয়েছে। এটা আমাদের রুটিন কাজের অংশ। তবে তিনি পরিবারের কাউকে হয়রানি এবং হুমকির বিষয়টি অস্বীকার করেন।
জনবার্তা প্রতিবেদক/জেপি